fbpx

তারাবির নামাজে মসজিদে থাকবে সর্বোচ্চ ২০ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মসজিদে তারাবিসহ প্রতি ওয়াক্ত নামাজে খতিব, ইমাম মুয়াজ্জিনসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে আগামী ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে ধর্ম মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনাগুলো হলো – 

(১) মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন।
(২) তারাবীর নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন।
(৩) জুম’আর নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিগণ অংশগ্রহণ করবেন।
(৪) সম্মানিত মুসল্লিগণ-কে পবিত্র রমজানে তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দু’আ করার অনুরোধ করা হলো।

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে।

 

Advertisement
Share.

Leave A Reply