fbpx

‘তার অবদান স্মরণীয় হয়ে থাকবে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বেসরকারি প্রতিষ্ঠান আশা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার ১২ ফেব্রুয়ারি এক শোক বার্তায় তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশের কর্মসংস্থান ও সমাজসেবার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিশেষ করে বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন মানবিক, সদা হাস্যোজ্জ্বল ও মহৎ মনের অধিকারী।’

এক শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আশার পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ভোররাত ১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সফিকুল হক চৌধুরীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর।

Advertisement
Share.

Leave A Reply