fbpx

তিনশোর আগেই অল আউট বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দিনের শুরুতে মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুন ফিরে যাওয়ার পর মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসের ব্যাটে আশা দেখছিল বাংলাদেশ। দুজনেই পেয়েছেন ফিফটি। পরপর দুই ইনিংসে ফিফটি পেলেন লিটন, তবে সেঞ্চুরিতে রুপ দিতে পারলেন না।

প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও দুর্দান্ত মিরাজ। পেয়ছেন ফিফটি। মিরাজ-লিটনের ব্যাটেই ফলো-অন এড়িয়েছে বাংলাদেশ। তবে লিটন ফিরে যাওয়ার পর মিরাজও ফিরে গেছেন দ্রুত, অন্য টেলএন্ডাররাও তেমন কিছুই করতে পারেননি।

তিনশোর আগেই অল আউট বাংলাদেশ

বাংলাদেশ অল-আউট হয়েছে ২৯৬ রানে। প্রথম ইনিংসে টাইগাররা পিছিয়ে ১১৩ রানে।
ঢাকা টেস্টের তৃতীয় দিনে মিরাজ-লিটন বাদে, আলো ছড়িয়েছেন রাকিম কর্নওয়াল, পেয়েছেন পাঁচ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৪০৯ (প্রথম ইনিংস)

বাংলাদেশ: ২৯৬ (প্রথম ইনিংস), মিরাজ ৫৭, লিটন ৭১, মুশফিক ৫৪, কর্নওয়াল ৩২-৮-৭৪-৫, গ্যাব্রিয়েল ২১-৩-৭০-৩

Advertisement
Share.

Leave A Reply