fbpx

‘তিন ফরম্যাটে নেতৃত্ব দেয়া অবাস্তব’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সদ্যই অস্ট্রেলিয়ার ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের জায়গায় এই ফরম্যাটে অজি অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের নাম জোরালোভাবেই শোনা যাচ্ছে। অজিদের টেস্ট অধিনায়ক কামিন্সের মতে, ক্রিকেটের বর্তমান পরিস্থিতিতে তিন ফরম্যাটেই নেতৃত্ব দেয়ার চিন্তা করা অবাস্তব ব্যাপার।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-কে দেয়া এক সাক্ষাৎকারে কামিন্স বলেন, “আপনি যদি সব ফরম্যাটে প্রতিটা ম্যাচেই খেলতে চান, এটা অবাস্তব ব্যাপার। একজন ফাস্ট বোলার হিসেবে তিন ফরম্যাটের ওয়ার্কলোড ম্যানেজ করা আমার জন্য কঠিন ব্যাপার।”

কামিন্স আরও জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব দেয়া নিয়ে এই মুহূর্তে খুব বেশি আগ্রহী নন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি আসলে এসব নিয়ে কিছুই ভাবছি না। টেস্ট দলের নেতৃত্ব দিতে পেরেই আমি খুশি। আশা করি, ওয়ানডে অধিনায়কত্ব দেয়ার ব্যাপারে ক্রিকেট বোর্ড কোনো ধরনের তাড়াহুড়ো করবে না।”

অস্ট্রেলিয়ার হয়ে শেষ ৬৬টি ওয়ানডে ম্যাচের মধ্যে ২৮টি ম্যাচই মিস করেছেন অজিদের টেস্ট অধিনায়ক।

Advertisement
Share.

Leave A Reply