fbpx

তুরাগে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনের সবাই একে একে মারা গেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর তুরাগের কামারপাড়ায় ভাঙারি কারখানায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৮ জনই চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা গেলেন।

শুক্রবার (১১ আগস্ট) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৫০ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন শাহিন মারা যান।

শাহিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

মৃত শাহিনের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। তুরাগ কামারপাড়া এলাকায় থাকতেন তিনি।

গত শনিবার তুরাগের ওই ভাঙারি কারখানায় বিস্ফোরণ হয়। এতে মালিকসহ ৮ জন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিরা হলেন- গ্যারেজ মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. শাহিন (২৬) এবং মো. আলম (২৩)।

তাদের মাঝে মো. আলম (২৩) মারা যান শনিবার রাত ১০টার দিকে, রাত ২টার দিকে মারা যানব গ্যারেজের মালিক গাজী মাজহারুল ইসলাম। আর মো. মাসুম আলী মারা যান সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। তারপর একে একে সবাই মারা যান।

Advertisement
Share.

Leave A Reply