fbpx

তৃতীয় দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে বেশ এগিয়েই থাকল টাইগাররা। তৃতীয় সেশনে মুশফিকুর রহিম এবং লিটন কুমারের ফিফটি বাংলাদেশ শিবিরে খানিকটা হলেও বইয়ে দিচ্ছে শান্তির সুবাতাস। তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩১৮ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ পিছিয়ে আছে ৭৯ রানে।

তৃতীয় সেশনে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশ তুলেছে ৯৮ রান। চা বিরতির আগে ৫০০০ রানের পথে এগোতে থাকা তামিম ইকবালের মাংসপেশিতে টান পড়ায় তৃতীয় সেশনে আর মাঠে নামেননি। অভিজ্ঞ মুশফিক আর লিটন মিলেই পার করেছেন শেষ সেশন। মুশফিক ৫৩ রানে এবং লিটন ৫৪ রানে অপরাজিত করেছেন। ৫০০০ রান পূরণ করতে মুশির প্রয়োজন ১৫ রান।

এর আগে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুরু থেকেই দারুণ খেলা উপহার দেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দুজন মিলে গড়েন ১৫৭ রানের জুটি।

তবে, দ্বিতীয় সেশনে কিছুটা হলেও খেই হারায় বাংলাদেশ। ৫৮ রানে জয় আউট হওয়ার পর অধিনায়ক মুমিনুল হক এবং নাজমুল হাসান শান্ত ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সেই সেশনে ৩ উইকেটে মাত্র ৬২ রান তুলতে পেরেছিল টাইগাররা। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নিয়েছেন কাসুন রাজিথা।

Advertisement
Share.

Leave A Reply