fbpx

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৮০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও বিশেষ ব্যাক্তিদের জন্য ৮০০ কেজি আম্রপালি আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার (২০ জুন) দুপুর পৌনে একটায় ১৬০টি কার্টনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়।

ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মাহমুদ জানান, ১৬০টি কার্টনে ৮০০ কেজি আম্রপালি জাতের আম ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, রবিবার রাতে ঢাকা থেকে পিকআপ ভ্যানে করে আমগুলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। স্থলবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে আমগুলো তাদের কাছে হস্তান্তর করে। ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে এই আম পৌঁছে দেবে।

আরিফ বলেন, ‘প্রতি বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উপহার পাঠিয়ে থাকেন। ২ দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আত্মিক সম্পর্কের নিদর্শন এটি।’

Advertisement
Share.

Leave A Reply