fbpx

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে থাইল্যান্ড। বুধবার রাজধানী ব্যাংককে রাজপরিবারের অবমাননা আইন বাতিলের দাবিতে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। এ সময় তারা ১২২ ধারায় আটক হওয়াদের মুক্তির দাবিতে সোচ্চার হন।

বিক্ষোভকারীরা থালা-বাসন পিটিয়ে সরকারবিরোধী স্লোগান দেন। গেল সপ্তাহে মিয়ানমারে সেনা অভ্যুত্থান প্রতিবাদেও একই ভাবে বিক্ষোভ হয়েছিল।

সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা জানায়, মূলত মিয়ানমারের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতেই থাইল্যান্ডে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে এটি সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।

বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনের দিকে এগুতে শুরু করলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তিরও খবর পাওয়া যায়।

থাইল্যান্ডে রাজপরিবারকে অবমাননা করে কোনো মন্তব্য দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড।

Advertisement
Share.

Leave A Reply