fbpx

দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক জয় বাংলাদেশের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০০৩, ২০০৮, ২০১৭ এর আগে তিনবার সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে একবারো কোনো ওয়ানডে ম্যাচ জিতে আসতে পারেনি বাংলাদেশ। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হলো। সাউথ আফ্রিকার মাটিতে প্রথম বার ওয়ানডে ম্যাচ জিতলো টাইগাররা।

এর আগে প্রোটিয়াদের বিপক্ষে চারটি ওয়ানডে ম্যাচ জিতলেও দুটি ছিলো বাংলাদেশের মাটিতে আর দুটি নিরপেক্ষ ভেন্যুতে। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম জয়টি এসেছে ওদের মাটিতেই। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে তামিম ইকবালের দল।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক সাউথ আফ্রিকা। ওপেনিং জুটিতে তামিম ইকবাল আর লিটন দাস যোগ করেন ৯৫ রান। তামিম করেন ৪১ রান৷ আর লিটন আউট হন অর্ধশতক তুলে। করেন ৫০ রান। ওপেনারদের বিদায়ের পর মুশফিকও বেশীক্ষণ উইকেটে থিতু হতে পারেননি।

সাকিব আল হাসান তুলে নেন পঞ্চাশতম ওয়ানডে ফিফটি। ইয়াসির রাব্বিও তুলে নেন ওয়ানডে ক্রিকেটে প্রথম ফিফটি। চতুর্থ উইকেটে দুজনে যোগ করেন ৮২ বলে ১১৫ রান। সাকিব ৭৭(৬৪) আর রাব্বি করেন ৫০(৪৪)। শেষদিকে রিয়াদের ২৫(১৭) আর মিরাজের ১৯*(১৩) তে ভর করে ৫০ ওভারে বাংলাদেশ তোলে ৩১৪/৭ রান।

মিরাজ নিয়েছেন সর্বোচ্চ চার উইকেট
৩১৫ টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় মাত্র ১৮ রানে শরিফুল ইসলামের বলে সাজঘরে ফেরেন ওপেনার জানেমান মালান। ইনিংসের ৮ম ওভারে চার বলের ব্যবধানে ২ উইকেট নিয়ে স্বাগতিকদের আরো চাপে ফেলে দেন তাসকিন আহমেদ।

তবে চতুর্থ উইকেট জুটিতে ১০৭ বলে ৮৫ রান যোগ করেন রাসি ফন ডার ডুসেন এবং অধিনায়ক টেম্বা বাভুমা। ৫৫ বলে ৩১ রান করে শরিফুলের বলে মুশফিকুর রহিমের বলে ক্যাচ দিয়ে ফেরেন বাভুমা। এরপর ডেভিড মিলারের সাথে ৬৪ বলে ৭০ রানের জুটি গড়েন ডাসেন। তাসকিনের শেষ ওভারে আউট হওয়ার আগে সাউথ আফ্রিকাকে আশা দেখানো ডাসেন করেন ৮৬(৯৮)। মিলার আউট হন ৫৭ বলে ৭৯ রানের ইনিংস খেলে। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা তোলে ২৭৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মিরাজ, তাসকিন নিয়েছেন তিনটি।

Advertisement
Share.

Leave A Reply