fbpx

দক্ষিণ এশিয়ায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দক্ষিণ এশিয়ায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। শুক্রবার এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শুধু ভরতেই শনাক্ত হয়েছে ২ কোটি ৭৫ হাজার রোগী।

এই অঞ্চলের সব দেশেই রয়েছে ভ্যাকসিনের আটতি।

দক্ষিণ এশিয়ায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানে সংক্রমণ উদ্বেগজনক ভাবে ছড়াচ্ছে। সংক্রমণ ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান নিয়েও রয়েছে সংশয়।  ধারণা করা হচ্ছে,  সংকটের চিত্রটি আরও ভয়াবহ।

ভারতে গত কয়েকদিনে সংক্রমণের সংখ্যা কিছুটা কমায় আশা করা হচ্ছে দ্বিতীয় ঢেউয়ের চূড়া থেকে নামতে শুরু করেছে। তবে এ নিয়ে সংশয়ও রয়েছে। অভিযোগ আছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সরঞ্জামের ঘাটতি থাকায় নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে না।

Advertisement
Share.

Leave A Reply