fbpx

দশজনের সেভিয়াকেও হারাতে পারলো না বার্সেলোনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুই দলের জন্যই এই ম্যাচে জয় খুব জরুরী ছিল। বার্সেলোনা জিতলে তাদের শীর্ষ চারে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হতো, সেভিয়া জিতলে তাদের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সম্ভাবনা।

তবে মঙ্গলবার লা লিগার ম্যাচে দুই দলের একদলও জয় হাতের মুঠোয় পুরতে পারলো না। ম্যাচ ড্র হলো ১-১ গোলে। বিশেষ করে বার্সেলোনার জন্য এই ড্র বিশেষ হতাশার কারণ। ঘরের মাঠে সেভিয়া বিরাট একটা সময় খেলেছে ১০ জনের দল হয়ে, তা জাভির দল তিন পয়েন্ট বাগিয়ে ফিরতে পারলোনা।

ম্যাচের দু’টি গোলই হয় প্রথমার্ধে এবং দু’টিই আসে কর্নার থেকে। ৩২ মিনিটে ইভান রাকিটিচের কর্নার থেকে গোল দেন পাপু গোমেজ; ১-০ গোলে এগিয়ে যায় সেভিয়া। ৪৪ মিনিটে ওসমানে ডেম্বেলের কর্নার থেকে হেড করে সমতা বিধান করেন বার্সেলোনার রোনাল্ড আরাউহো।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে জর্ডি আলবার সাথে অহেতুক রাগারাগি করে লাল কার্ড দেখেন সেভিয়ার ডিফেন্ডার জুলে কুন্দে। দশজনের সেভিয়াকে হারানোর খুব ভালো সুযোগ ছিলো জাভির দলের এবং তার কাছাকাছিও তারা গিয়েছে। ৮৪ মিনিটে ওসমানে ডেম্বেলের শটটি যদি বারে না লাগতো হয়তো জয়ীর আসনে বার্সেলোনাই বসতো।

Advertisement
Share.

Leave A Reply