fbpx

‘দশম ও দ্বাদশ শ্রেণিতে ক্লাস নিয়মিত, বাকিদের একদিন’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে, প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে। আর বাকি শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন করে ক্লাসে আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে আইন প্রণয়নের আলোচনায় সাংসদদের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা একদিন ক্লাসে আসার পর পরবর্তী সপ্তাহে আবার একদিন আসবে। তখন তারা পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে।’

দীপু মনি আরও বলেন, ‘৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে যেহেতু শিক্ষার্থীর সংখ্যা অনেক, তাই শ্রেণিকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হয়। তাই স্বাস্থ্যবিধি মেনে বসানো সম্ভবও হবে না। সে ক্ষেত্রে সব শ্রেণির শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে আনার সুযোগ থাকবে না।‘

তবে এ বছর যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী, তারা এক বছর ধরে সরাসরি ক্লাস করতে পারেনি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা অনলাইন ও টিভিতে অনেকে ক্লাস করেছে। আবার কিছু শিক্ষার্থী একেবারেই ক্লাস করেনি। তাই এ বছরের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। ‘

ফেব্রুয়ারিতে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়, তাহলে পরে কয়েক মাস সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পাঠদান শেষে পরীক্ষা নেওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। ৩০ জানুয়ারি পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে।

তবে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে  শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে একটি গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ গাইডলাইন অনুসরণ করেই স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply