fbpx

দশ বছর পর একাদশে এক পেসার, আড়াই বছর পর তাইজুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গায়ানায় সিরিজের তৃতীয় ওয়ানডেতেও টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলে এসেছে একটি পরিবর্তন। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

শরিফুল বিশ্রামে থাকায় একাদশে পেসার শুধুমাত্র মুস্তাফিজুর রহমান। গায়ানার উইকেটে স্পিনারদের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম এবং মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এক পেসার নিয়ে ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয় পেয়েছিলো তামিম ইকবালের দল। দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছিল ৮ উইকেটে। আড়াই বছর পর ওয়ানডে দলে ফিরলেও তাইজুল ইসলাম। শেষ ২০২০ এর মার্চে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Advertisement
Share.

Leave A Reply