fbpx

দিল্লিতে বায়ু দূষণের কারণে স্কুল বন্ধের ঘোষণা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের দিল্লির বায়ু দূষণের মাত্রা দিন দিনই উদ্বেগজনক হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ১৫ নভেম্বর থেকে এক সপ্তাহের জন্য সব ধরনের স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয়, সে জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম এই তথ্য দিয়েছে।

সেই সাথে অফিসের কাজে ঘর থেকে না বের হয়ে বাড়ি থেকে অফিস করার নির্দেশ দেয়া হয়েছে। বেসরকারি অফিসের ক্ষেত্রেও কর্মচারিদের যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বন্ধ রাখা হচ্ছে সব নির্মাণ কাজও।

পরিস্থিতি আরও খারাপ হলে রাজধানী সম্পূর্ণ লকডাউনের আওতায় নেয়া হতে পারে বলেও জানান মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

শনিবার, দিল্লির ক্রমহ্রাসমান বায়ুর মান নিয়ে দায়ের হওয়া একটি পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্টের অর্ভৎনার মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। এরপরই কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বায়ু দূষণ থেকে বাসিন্দাদের রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply