fbpx

দুই জেলায় বজ্রপাতে ৫ জনের প্রাণহানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বজ্রপাতে জামালপুর ও সিরাজগঞ্জে আলাদা আলাদা ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে জামালপুরের বকশীগঞ্জের পূর্ব কলকিহারা চর গ্রামে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে  হরবাদশা (৫০) ও আকিজা (২৮) নামের দু’জন ও মাইসেনি চরের কৃষক খলিলুর রহমার (৬২) নামের একজনের মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জ উপজেলার মেরুর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ জানান, নিহতরা সবাই বৃষ্টির মধ্যে কৃষি কাজে ব্যস্ত ছিলেন। বিকাল ৫টার দিকে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলাদা দুটি বজ্রপাতের ঘটনায় দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন বাঙ্গালা ইউনিয়নের পাড়মোড়দহ গ্রামের সেলিম রেজা (৩০) ও বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের আব্দুল আলিম (৩৭)।

ভ্যানে ধান নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মৃত্যু হয় বাঙ্গালা ইউনিয়নের পাড়মোড়দহ গ্রামের সেলিম রেজার (৩০) এবং ভ্যানে যাত্রী নিয়ে মোহনপুর যাওয়ার পথে চারা বটতলা এলাকায় বজ্রপাতে মারা যায় বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের আব্দুল আলিম (৩৭) নামের ভ্যানচালকের।

তবে ভ্যানের যাত্রীরা আহত হলেও তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

Advertisement
Share.

Leave A Reply