fbpx

দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত মাহবুব তালুকদার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
৭৯ বছর বয়সী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দুই ডোজ টিকা নেওয়ার পরেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  বর্তমানে তিনি ভর্তি আছেন হাসপাতালে।
শনিবার রাতে জ্বর নিয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করার পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে রবিবার আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় তাকে।
মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দিন গণমাধ্যমকে জানান, ‘শনিবার স্যারের ১০৩ ডিগ্রি জ্বরের পাশাপাশি অক্সিজেন সেচুরেশনও কমতে থাকে। পরে জরুরি ভিত্তিতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় স্যারকে।  অবজারভেশনের জন্য আইসিইউতে রাখা হয়েছিল উনাকে। কাশি, সর্দি বা অন্য কোনো উপসর্গ না থাকলেও করোনাভাইরাসের নমুনা দেওয়া হয়। আজ তার রিপোর্ট পজেটিভ আসে।‘
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এবং কমিশনার রফিকুল ইসলাম নিয়মিত খোঁজ খবর রাখছেন বলেও জানান মুহাম্মদ এনাম।
মাহবুব তালুকদার করোনা পজেটিভ হলেও তার স্ত্রী বা মেয়ের কোনো উপসর্গ নেই বলে জানা গেছে।
২০১৭ সাল থেকে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন মাহবুব তালুকদার।
Advertisement
Share.

Leave A Reply