fbpx

দুই দিন শেষেই চট্টগ্রাম টেস্টে হার দেখছে বাংলাদেশ?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। দিন শেষে তাদের সংগ্রহ ৮ উইকেটে ১৩৩ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন মুশফিকুর রহিম। এছাড়া ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন লেগস্পিনার কুলদীপ যাদব।

প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয় ভারত। দিনের শুরতে আগের দিনে সেট ব্যাটার শ্রেয়াস আইয়ারকে প্যাভিলিয়নে ফেরালেও দুই লোয়ার অর্ডার ব্যাটার অশ্বিন এবং কুলদীপ ভুগিয়েছেন বাংলাদেশি বোলারদের। তার দুজনে মিলে গড়েন ৯২ রানের জুটি।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি কোনো বাংলাদেশী ব্যাটারই। লিটন দাস, জাকির হাসান এবং মুশফিকুর রহিমরা সেট হলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। একদিক দিয়ে মোহাম্মদ সিরাজের ফাস্ট বোলিং, অন্যদিকে কুলদীপ, অশ্বিনদের ঘূর্ণি এসব কিছুই বাংলাদেশী ব্যাটিং লাইনআপকে করে রেখেছিল নাজেহাল। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের হয়ে অপরাজিত আছেন মেহেদি হাসান মিরাজ (১৬) এবং ইবাদত হোসেন (১৩)।

Advertisement
Share.

Leave A Reply