fbpx

ফেসবুক ও ইন্সটাগ্রামে নিষিদ্ধ ট্রাম্প

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট দুই বছরের জন্য নিষিদ্ধ করলো ফেসবুক ও ইন্সটাগ্রাম। সে অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত এই দুটি মাধ্যম ব্যবহার করতে পারবেন না ট্রাম্প। শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ এই তথ্য দিয়েছে।

চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে  অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় সাবেক এই প্রেসিডেন্টের অ্যাকাউন্ট। তখন তিনি প্রেসিডেন্ট মেয়াদের একেবারে শেষ দিকে ছিলেন। কোনো রাষ্ট্রনেতার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন।

সংস্থাটির ওভারসাইট বোর্ড সেই নিষেধাজ্ঞা বহাল রাখলেও ‘চিরতরে নিষিদ্ধের’ শাস্তির সমালোচনা করে। তারা বলেন, এমন শাস্তির ব্যবস্থা করতে হবে, যা সাধারণের ক্ষেত্রেও প্রযোজ্য হয়।

যৌক্তিক শাস্তি নির্ধারণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে ছয় মাস সময় দিয়েছিল ওভারসাইট বোর্ড। তবে একমাসের মধ্যেই ফেসবুক তাদের সিদ্ধান্ত জানাল।

ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল গত ৭ জানুয়ারি। ফেসবুক জানিয়েছে, সেইদিন থেকেই দুই বছরের জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

Advertisement
Share.

Leave A Reply