fbpx

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দাবি করছে উত্তর কোরিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দূরপাল্লার ক্রুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করলো উত্তর কোরিয়া। শনি ও রবিবার এই পরীক্ষা চালানো হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র জাপানের অনেক অংশে আঘাত হানতে সক্ষম। গণমাধ্যমে এর ছবিও প্রকাশ করা হয়।

সোমবার সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি দেড় হাজার কিলোমিটার বা ৯৩০ মাইল পাড়ি দিয়ে দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম।

কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই পিয়ংইয়ং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। বিষেশজ্ঞরা বলছেন, এর মধ্যে দিয়েই দেশটি ইঙ্গিত দিল খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক সংকট থাকলেও অস্ত্র তৈরিতে সক্ষম তারা।

উত্তর কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নেই। ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রকেই বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে সবশেষ গত মার্চে এ ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পিয়ংইয়ং-এর এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।

Advertisement
Share.

Leave A Reply