fbpx

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আশরাফ ঘানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তালেবান গোষ্ঠীর হাতে কাবুল পতনের মুখে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

বুধবার এক টুইটার বার্তায় ঘানি বলেন, ‘কাবুল ছাড়া ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। লড়াইয়ের শেষটা অন্যরকম হতে পারতো, তবে তা সম্ভব হয়নি’

ঘানি বলেন, রক্তপাত বন্ধের জন্যই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। কাবুলের ছয় মিলিয়ন জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে এ ছাড়া অন্য কোনো উপায় ছিলো না তার।

গেল ১৪ আগস্ট আফগানিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেয়ার পর জনগণের উদ্দেশ্যে এটাই তার প্রথম বার্তা।

আশরাফ ঘানির দেশ ত্যাগের পর অভিযোগ উঠেছিল, তিনি বিপুল পরিমাণ অর্থ সাথে নিয়ে গেছেন। টুইটে এ বিষয়টি অস্বীকার করেছেন ঘানি। তিনি দাবি করেন, পরনে থাকা কাপড় ছাড়া দেশ থেকে আর কিছুই নিয়ে যাননি তিনি।

Advertisement
Share.

Leave A Reply