fbpx

দেশেই তৈরি হবে করোনার টিকা: প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের প্রতিষেধক টিকা বিদেশ থেকে আমদানির পাশাপাশি দেশেই উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। দেশে টিকা উৎপাদনের লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা অব্যাহত আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকার করোনা মহামারি থেকে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দেশব্যাপী ও অঞ্চলভিত্তিক লকডাউন কার্যকরসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতা প্রদানসহ জীবিকা ও অর্থনীতি বাঁচাতে সরকার বিভিন্ন প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।‘

তিনি বলেন, ‘চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনসহ করোনা মোকাবিলায় ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য সুরক্ষাসামগ্রী প্রদান, আর্থিক প্রণোদনা প্রদান, যথাসময়ে টেস্টিং কিট আমদানি এবং দেশের বিভিন্ন স্থানে ল্যাব স্থাপনসহ করোনা পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করে করোনা বিস্তার রোধে দক্ষিণ এশিয়াসহ অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ সক্ষমতার প্রমাণ দিয়েছে।‘

টিকা কার্যক্রম শুরু করা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যথাসময়ে করোনাভাইরাসের টিকা প্রাপ্তির বিষয়ে সরকার শুরু থেকেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ভারত হতে টিকা সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে।‘

শেখ হাসিনা বলেন, ‘ভারতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় এপ্রিলে ভারত সরকার টিকা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে বাংলাদেশ সরকার বিকল্প উৎস হিসেবে চীন ও রাশিয়া থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নেয়। ইতিমধ্যে চীনের সিনোফার্ম থেকে টিকা ক্রয়ের বিষয়টি মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন করা হয়েছে। আগামী জুন, জুলাই ও আগস্ট প্রতি মাসে ৫০ লাখ করে টিকা চীন থেকে পাওয়া যাবে।‘

‘আওয়ামী লীগ সরকার এ দেশের মাটি ও মানুষের সাথে নিবিড়ভাবে জড়িত বিধায় সময়োচিত সিদ্ধান্ত ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের তুলনায় করোনাভাইরাসের ভয়াবহতা রোধে অনেকটাই সফল হয়েছে’ বলে এক প্রশ্নের জবাবে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement
Share.

Leave A Reply