fbpx

দেশের ইতিহাসে প্রথম ইউপি চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের ঋতু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জে ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। যা কিনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন তৃতীয় লিঙ্গের ব্যক্তি  ইউপি চেয়ারম্যান হয়েছেন।

২৮ নভেম্বর (রবিবার) ভোট গণনা শেষে দেখা যায় আনারস প্রতীক নিয়ে ঋতু পেয়েছেন ৯ হাজার ৫৩৮ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ছানার নৌকা প্রতীক পেয়েছে চার হাজার ৪০৪ ভোট। আওয়ামী-লীগের মনোনিত প্রার্থীকে পেছনে ফেলে বিপুল ভোটে জয়ী হয়েছেন ঋতু।

নজরুল ইসলাম ঋতু ঝিলাইদহ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। ঋতুর বয়স ৪৩ বছর তিনি ঢাকার ডেমরাতে বড় হয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে ঋতু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশের জন্য অনেক কিছু করেছেন, যতদিন বাঁচবে, তার আদর্শেই কাজ করবে। এবারে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছিল। অবশেষে তাদের ভালোবাসায় জয়ী হয়েছি।

Advertisement
Share.

Leave A Reply