fbpx

দেশের প্রথম ওয়েব সিরিজ রিভিউ অনুষ্ঠান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের টেলিভিশন অনুষ্ঠান জগতে এই প্রথম দেশ ও বিদেশের ওয়েব সিরিজ রিভিউ নির্ভর অনুষ্ঠান ‘ওভার দ্যা টিপ’ সংক্ষেপে ওটিটি এসএটিভিতে আগামী জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহ হতে প্রচারিত হবে।

অনুষ্ঠানে রিভিউ পরিবেশন করবেন চলচ্চিত নির্মাতা নোমান রবিন এবং অনুষ্ঠান সঞ্চালনার দ্বায়িত্বে থাকবেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত ইনফ্লূয়েন্সার ও মডেল, একজন দক্ষ ফ্যাশন, ফুড ও ট্রাভেল ব্লগার সুমাইয়া চৌধুরী কৃতিকা।

এই বিষয়ে নোমান রবিন বলেন, ‘আমি সাধারণত ক্যামেরা সামনে যেতে চাই না। কিন্তু এসএটিভির থেকে চপল ভাই আমাকে অনুষ্ঠানের ধরণ ও ভাব প্রকাশ করলে আমি সাথে সাথে রাজি হয়ে যাই। কারণ আমি যেহেতু দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক তাই প্রডাকশন রিভিউ করা আমার দ্বায়িত্ব, কর্তব্য ও অভ্যসের মধ্যে পড়ে।’

সংঞ্চালক কৃতিকা বলেন, ‘নতুন তথ্য, জ্ঞান আমাকে সবসময় আকৃষ্ট করে। দেশ-বিদেশ ঘুরে ট্রাভেল ও ফ্যাশন ব্লগ নির্মাণ করা আমার কাজ। ওটিটি অনুষ্ঠানটি আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেখেছে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে দর্শকদের বিনোদন দেয়া।’

অনুষ্ঠানের প্রযোজক মফিজুল ইসলাম বলেন, ‘বিদেশী ওয়েব সিরিজের পাশাপাশি দেশীয় আলোচিত ও সমালোচিত ওয়েব সিরিজগুলোর উপর বেশি জোর দেয়া হবে।’

Advertisement
Share.

Leave A Reply