fbpx

দেশের মাটিতে পা রাখল ‘শ্বেতবলাকা’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের মাটিতে পা রাখল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’। শুক্রবার (০৫ মার্চ) বিকাল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি এসে পৌঁছায়।

কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড থেকে বৃহস্পতিবার (০৪ মার্চ) ড্যাশ-৮-৪০০ মডেলের উড়োজাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেয়।

শাহজালাল বিমানবন্দরে নামার পর প্রথমে একে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে তিনটি বিমান কেনা হয়। এর মধ্যে প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর ও দ্বিতীয় উড়োজাহাজটি গত ২৪ ফেব্রুয়ারি বিমান বহরে যুক্ত হয়।  আর তৃতীয়টি যুক্ত হলো আজ ৫ মার্চ।

বাংলাদেশে বর্তমানে মোট উড়োজাহাজের সংখ্যা ২০টি রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দু’টি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং চারটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। আর তৃতীয় ড্যাশ-৮ উড়োজাহাজটি বিমান বহরে যুক্ত হওয়ার এখন আমাদের বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ২১ টি।

Advertisement
Share.

Leave A Reply