fbpx

দেশে আড়াইমাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে । আর টানা ৬ দিন ধরে করোনায় সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা হাজারের উপরে। আজ ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ১ হাজার ৭৭৩ জন।

১৫ মার্চ সোমাবার গণমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আর ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৯.৪৮ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫৭১ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় ২১ জন পুরুষ ও ৫ জন নারী মারা গেছেন।

করোনা নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply