fbpx

দেশে আমলারা এখন সরকারি দলের নেতা: ফখরুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দেশের আমলারা এখন সরকারি দলের নেতা বলেও মনে করেন তিনি।

২১ মে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

তিনি বলেন,  ‘দেশের আইন, বিচার, শাসন, অর্থনীতি, স্বাস্থ্যসহ সব খাত ধ্বংস করা হচ্ছে। আর এমন অবস্থার জন্য আওয়ামী লীগ সরকার দায়ী।’

এসময় এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  খালেদা জিয়া হার্ট এবং কিডনির সমস্যায় ভুগছেন। এ নিয়ে চিকিৎসকেরা একটু উদ্বিগ্ন-চিন্তিত।

তিনি জানান,   ‘আমি গতকাল বৃহস্পতিবার রাতে ম্যাডামকে (খালেদা জিয়া) দেখতে গিয়েছিলাম হাসপাতালে। গতকাল আমার দেখে একটু ভালো লেগেছে, ভালো লেগেছে যে আমি তাঁর মুখে একটু হাসি দেখেছি। যেটা এই কদিন ছিল না, একেবারেই ছিল না।’

এদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে সরকার সব সাংবাদিকদের শিক্ষা দিতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এই দানব সরকারকে সরাতে হবে, দেশকে মাথা তুলে দাঁড়াতে হবে।’

গতকাল ২০ মে, রোজিনা ইসলামকে জামিন না দেওয়ায় ফখরুল বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে জামিন দিতে দেরি করা হচ্ছে। এই বিচার বিভাগের ওপর আস্থা রাখতে হবে? আওয়ামী লীগ সরকারের কালচারটাই হলো শুধু মামলা করা।’

এসময় ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু, সাংবাদিক রোজিনা ইসলাম, রুহুল আমিন গাজীকে গ্রেফতারের প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর গ্রেফতারেরও নিন্দা জানিয়েছেন তিনি। 

Advertisement
Share.

Leave A Reply