fbpx

দেশে করোনায় আজ মৃত্যু ১৩,নতুন শনাক্ত ৯১২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্তান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। আর এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৯১২ জন।

৯ মার্চ মঙ্গলবার গণমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত মোট ৫ লাখ ৫২ হাজার ৮৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৮৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন। গতকাল সোমবার করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪ জন। আর করোনা শনাক্ত হয় ৮৪৫ জনের।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ। টানা ৫০ দিন পর শনাক্তের হার ৫ শতাংশ ছাড়াল।

করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply