fbpx

দেশে ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে ৫-জি চালু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীতে আগামী ১২ অথবা ১৬ ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে ইন্টারনেট সেবা (৫-জি)। সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক এই ৫-জি সেবা পরীক্ষামূলকভাবে  চালু করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

২৫ সেপ্টেম্বর (শনিবার) ৫-জি ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় মন্ত্রী এ কথা জানান।

সভায় মোস্তফা জব্বার জানান, এ বছরেই টেলিটক ৫-জি সেবা পরীক্ষামূলকভাবে শুরু করবে। যা কি আগামী বছর সম্প্রসারণ করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্য মুঠোফোন অপারেটরদের জন্য ৫-জি তরঙ্গ নিলাম করা হবে। ফলে আগামী বছর অন্যান্য অপারেটরও ৫-জি চালু করতে পারবে।

এই ৫- জি সেবা খুব দ্রুতই সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‌’ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায় ৫-জি সেবা বেশি কাজে লাগবে। আর সেদিকেই বেশি নজর দেয়া হবে।’

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দীন জানান,  ডিসেম্বরের মধ্যে ৫-জি সেবা পরীক্ষামূলকভাবে চালু করতে প্রস্তুতি নেয়া হচ্ছে। শুরুতে ঢাকায় ২০০টি সাইট চালু হবে।

Advertisement
Share.

Leave A Reply