fbpx

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়ালো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছরে দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। আর এই জ্বরে আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়।

২৯ সেপ্টেম্বর (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে রাজধানীতে হাসপাতালে ভর্তি আছেন  ১৭৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে দেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, ১ জানুয়ারি থেকে বুধবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯৫৭ জন। ফলে হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৯৮৩ জন।

তারা আরও বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সর্বমোট ১৮ হাজার ৭ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন এবং এ মাসের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৭ হাজার ৬৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

এই চলতি বছরেই  ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply