fbpx

‘দেশে ফ্যাসিবাদের রাজত্ব চলছে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের কৃষক শ্রমিক দলিত আন্দোলনের পরিচিত মুখ নদীপ কাউর। সম্প্রতি তিনি এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার শাসনামল সম্পর্কে বলেছেন, দেশে ফ্যাসিবাদের রাজত্ব চলছে। গণতন্ত্র রক্ষা অনেক দূরের কথা। বিজেপি শ্রমিক, মজদুর, কৃষক বিরোধী সরকার চালাচ্ছে। খবর আনন্দবাজার।

তিনি বলেন, সংবিধানের অধিকার, পুলিশ প্রশাসনের গণতন্ত্রের মর্যাদা রক্ষার মতো জরুরি বিষয়। এর একটিও মোদি রাজত্বে পালন করা হয়নি।

দীর্ঘদিন ধরে শ্রমিক অধিকারের জন্য লড়াই চালানো আলোচিত নারী এই নদীপ কাউর। বয়স তাঁর মাত্র ২৫। সম্প্রতি তিনি দিল্লির কৃষক আন্দোলন সমর্থন করে সেখানেও সংহতি জানান। গত জানুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করা হয়। দেশজুড়ে এর প্রতিবাদ সীমানা ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে তাঁর মুক্তির দাবীতে সোচ্চার হন অনেকে। তখন ‘হ্যাশট্যাগ ফ্রি নদীপ’ এক আন্দোলন গড়ে ওঠে। নদীপের মুক্তির দাবিতে টুইট করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বোনঝি মীনা হ্যারিস। হরিয়ানার জেলে দেড় মাস বন্দি থাকেন নদীপ। পরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।

 

Advertisement
Share.

Leave A Reply