fbpx

দেশে বেকারের সংখ্যা কমেছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে এখন ২৬ লাখ ৩০ হাজার বেকার আছে। ২০১৭ সালের জরিপে বেকারের সংখ্যা ছিল ২৭ লাখ। ৬ বছরের ব্যবধানে বেকারের সংখ্যা কমেছে ৭০ হাজার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বুধবার আনুষ্ঠানিকভাবে এ জরিপের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জরিপে দেখা গেছে, বেকারের সংখ্যা কমার পাশাপাশি বেকারত্বের হারও কমেছে। ২০১৭ সালে বেকারত্ব ছিল ৪ দশমিক ২ শতাংশ। আর সবশেষ জরিপ অনুযায়ী, বেকারত্ব কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে।

বর্তমানে দেশে শ্রমশক্তিতে ৭ কোটি ৩৪ লাখ মানুষ আছেন। এর মধ্যে কাজে নিয়োজিত আছেন ৭ কোটি ৭ লাখ ৮০ হাজার মানুষ, জরিপে এমন তথ্যও উঠে এসেছে।

Advertisement
Share.

Leave A Reply