fbpx

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৪০ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে ৪০ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হলো, আর তাদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ১২৯ জন। আর গত এক দিনে ২ হাজার ৮৮৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন।

আজ মঙ্গলবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ ১৪০টি ল্যাবে ১৯ হাজার ৩২টি সংগ্রহীত নমুনা থেকে পরীক্ষা করা হয় ১৯ হাজার ৫৪টি। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৮৫ শতাংশ। আর এখন পর্যন্ত করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply