fbpx

দেশে টিকা আসতে সময় লাগবে অন্তত দুই সপ্তাহ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা না আসায় এরই মধ্যে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। তবে অন্য দেশ থেকে এই টিকা পেতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

চীনের উদ্যোগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে পররাষ্ট্রসচিব এ কথা বলেন।

তিনি বলেন, ‘এখন বাংলাদেশ চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার চেষ্টা করছে। তবে প্রক্রিয়া শেষে টিকা আসতে দুই সপ্তাহ সময় লাগবে। এর আগে অন্য কোন দেশ থেকে টিকা আসছে না।‘

মঙ্গলবার দুপুর ২টায় চীনের উদ্যোগে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে করোনাভাইরাসের টিকা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভার্চুয়ালি যোগ দেন। এছাড়া সেখানে চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান, কোভিড-১৯ মোকাবিলায় চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বয়ে জরুরি চিকিৎসাসামগ্রীর মজুদ গড়ে তোলা হবে। যাতে এখান থেকে প্রয়োজনমতো দেশগুলো চিকিৎসা সামগ্রী নিতে পারে। এছাড়া চীনের অভিজ্ঞতার আলোকে দারিদ্র্য বিমোচনের জন্য একটি কেন্দ্রও প্রতিষ্ঠা করা হবে।

Advertisement
Share.

Leave A Reply