fbpx

দেড় বছর পর ইন্টারনেট সংযোগ পেল জম্মু-কাশ্মীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে দীর্ঘ দেড় বছর পর চালু হল ইন্টারনেট সেবা। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এক টুইটার বার্তায় স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল বলেন, ‘‘পুরো জম্মু ও কাশ্মীরে ফোর-জি মোবাইল ইন্টারনেট সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।”

ইন্টারনেট সেবা চালু হওয়ার পর সেখানাকার বাসিন্দারা ও রাজনিতীবাদরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন । ভারতীয় গণমাধ্যম এই তথ্য দিয়েছে।

২০১৯ সালের ৫ আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তার অংশ হিসেবে এই অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছেলি।

বিশেষ মর্যাদা তুলে নিয়ে জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করার সময় সেখানকার রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের নানা সময়ে মুক্তি দেয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply