fbpx

দোকান খোলার দাবিতে বিক্ষোভ: পুলিশের সাথে সংঘর্ষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সীমিত সময়ের জন্য হলেও স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতি।

৭ই এপ্রিল বুধবার রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সংগঠনটির নেতারা।

সমিতির সভাপতি আবদুল মান্নান জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করা হবে। দু’একদিনের মধ্যে দোকান খুলে দিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের নামবো আমরা। প্রয়োজনে নিজেরাই দোকান খুলে নেবো। ধুঁকে ধুঁকে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো।’

অবস্থান কর্মসূচীতে অংশ নেওয়া অন্যান্য নেতারা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাবার করণে লকডাউনের কথা বলা হয়েছে। তাতে যদি অফিস খোলা থাকে, গণপরিবহন, কাঁচাবাজার, বইমেলা খোলা থাকতে পারে, তাহলে স্বাস্থ্যবিধি মেনে দোকান কেনো বন্ধ রাখতে হবে।

ফুলবাড়িয়া সুপার মার্কেটের সামনে দোকানিদের অবস্থান কর্মসূচি বাধা দেয় পুলিশ। তাদেরকে সরে যেতে বললে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় দোকানদাররা। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন দোকানিরা। এতে কোন হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দোকানিদের বিক্ষোভ কর্মসূচি চলাকালে গুলিস্তান এলাকায় ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল। পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে আন্দোলনকারীরাই পুলিশের ওপর চড়াও হন। পরে পুলিশও তাদের পাল্টা ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

Advertisement
Share.

Leave A Reply