fbpx

দৌলতদিয়া-পাটুরিয়া সেতু নয়, টানেলের কথা ভাবছি: কাদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পদ্মা সেতুর মতো দৌলতদিয়া-পাটুরিয়া সেতুর দাবি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু হওয়ার পর এখন দৌলতদিয়া-পাটুরিয়া সেতুর দাবি উঠেছে। আমরা এ স্থানে টানেল নির্মাণের কথা ভাবছি। দেওয়ানগঞ্জ-ফুলছড়িতে আরেকটি টানেল নির্মাণের পরিকল্পনা আছে। টানেল নির্মাণের দিকে নজর দিতে হবে।’

এর কারণ সম্পর্কে তিনি বলেন, ‘নদীগুলোতে সেতু নির্মাণের ফলে এমনিতেই নাব্যতা নেই। এত ব্রিজ নির্মাণ করলে বাংলাদেশে একটি নদীও থাকবে না। সব শুকিয়ে যাবে। এত ব্রিজের আর দরকার নেই।‘

শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

খুলনা থেকে চট্টগ্রাম রুট প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘অনেক সড়ক হয়ে গেছে। এগুলো মজবুত করলেই লক্ষ্য পূরণ হয়ে যাবে। সড়ক তৈরি করে রক্ষণাবেক্ষণ না করলে তার সুফল পাওয়া যাবে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করা হয়েছে। কিন্তু সার্ভিস লেন নেই। ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মতো সড়ক ইউরোপেও নেই।‘

বক্তব্যের এক পর্যায়ে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বড় বড় কথা বলেন। সরকারের বড় চারটি প্রকল্প (পদ্মা সেতু, মেট্রোরেল, বিআরটি, কর্ণফুলী টানেল) চালু হলে বিএনপি চোখে শর্ষে ফুল দেখবে। নেতিবাচক রাজনীতি করার কারণে বিএনপি জনবিচ্ছিন্ন। নির্বাচন বর্জন করে তারা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হবে।’

Advertisement
Share.

Leave A Reply