fbpx

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাড়িয়েছে শ্রীলঙ্কা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথম ইনিংস দু’শো রানও ছিলনা, দ্বিতীয় ইনিংসে আড়াইশো ছাড়িয়েছে শ্রীলঙ্কা। সেই সুবাদে বলা যায় ব্যাটিংয়ে ব্যর্থতা কাটিয়ে উঠেছে কিছুটা। তাদের লিড দেড়শো ছাড়িয়েছে। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ চার উইকেটে ২৫৫ রান।

তৃতীয় উইকেট জুটিতেই শক্ত ভীত পেয়েছে শ্রীলঙ্কা। থিরিমান্নে এবং ফার্নান্দোর ১৬২ রানের পার্টনারশিপে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টের নিয়ন্ত্রণটা এখন সফরকারিদের হাতে। যদিও তৃতীয় দিনের শেষ সেশনটায় তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে ক্যারিবিয়ান বোলাররা। ৮ রানে প্রথম উইকেট হারানো শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট যায় ১৭০ রানে। ফার্নান্দো-থিরিমান্নে জুটির বিচ্ছেদ ঘটান কাইল মেয়ার্স, টেস্ট ক্যারিয়ারে এটি মেয়ার্সের প্রথম উইকেট। লঙ্কান দুই ব্যাটসম্যানই সেঞ্চুরির পথে ছিলেন। ফার্নান্দো আউট হন নার্ভাস নাইনটিতে, ৯১ রানে। আর থিরিমান্নে আউট হন ৭৬ রানে। শেষ বিকেলে অবশ্য আশার আলো দেখিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা এবং নিসানকা। ধনঞ্জয়া আছেন হাফ সেঞ্চুরির পথে।

যদিও তৃতীয় দিনটা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বড় লিডের স্বপ্ন দেখিয়েছিলেন রাকিম কর্নওয়াল। কিন্তু লঙ্কান বোলাররা বেশি দূর যেতে দেয়নি কর্নওয়ালকে। আগের দিনের সাথে এক যোগ করে ৬১ রানে আউট হন। আর তৃতীয় দিন মাত্র তিন রান যোগ করেন তিন ব্যাটসম্যান। ২৭১ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিলো ১৬৯ রান।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১৬৯ ও ২৫৫/৪ এবং ওয়েস্ট ইন্ডিজ ২৭১

Advertisement
Share.

Leave A Reply