fbpx

দ্বিতীয় দফায় ভাসানচরে নেওয়া হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দ্বিতীয় দফায় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের দিকে যাত্রা করে ১৩টি বাস।

নাম প্রকাশ না করার শর্তে রোহিঙ্গা শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা এ খবর জানিয়েছেন।

তিনি জানান, হাজারখানেক রোহিঙ্গা সোমবার ভাসানচরে যেতে পারে। প্রথম দফায় ১৩টি বাসে সাড়ে চারশ’র বেশি রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে। প্রতিটি বাসে নারী–শিশুসহ ৩৫ জন করে যাত্রী আছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ছোট ছোট বাসে করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের আনা হয়। পরে রোহিঙ্গাদের খাবার দিয়ে গাড়িতে ওঠানো হয়। এ সময় পুলিশ ও মেডিকেল টিমের উপস্থিতিও ছিল।

এর আগে প্রথম দফায় গত ৩ ডিসেম্বর কক্সবাজারের উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ১১টি বাস ভাসানচরে যায়।

Advertisement
Share.

Leave A Reply