fbpx

দ্বিতীয় পর্যায়ে আরও ৭ হাজার বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দ্বিতীয় পর্যায়ে আট বিভাগের আরও সাত হাজার বীর মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার দ্বিতীয় পর্যায়ে এই নাম প্রকাশ করা হয়।

রবিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৬ হাজার ৯৮৮ জনের এ তালিকা প্রকাশ হয়েছে।

যেখানে ঢাকা বিভাগের ১ হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৩৪৭ জন, বরিশাল বিভাগের ৫৭৩ জন, খুলনা বিভাগের ৭৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬৭ জন, রাজশাহী বিভাগের ৬৮৪ জন, রংপুর বিভাগের ৫৭২ জন ও সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ গণমাধ্যমকে জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট এ তালিকায় প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনবিহীন গেজেট নিয়মিতকরণের পর পরবর্তীকালে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সরকার এর আগে গেল ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্ব প্রকাশ করে। যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জনের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নামও প্রকাশ করা হয়।

Advertisement
Share.

Leave A Reply