fbpx

নতুনভাবে নির্মিত হবে ঢাকার ১৩ সেতু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকার চারপাশের ১৩টি সেতু ভেঙ্গে আবার পুনঃনির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

৩১ জানুয়ারি রবিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, ‘ঢাকার আশপাশের বাবুবাজার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু, টঙ্গী রেলওয়ে সেতুর মতো ১৩টি কম উচ্চতার সেতু চিহ্নিত করা হয়েছে। এগুলোকে সংস্কার বা ভেঙ্গে নতুন সেতু নির্মাণ করা হবে, যেনো নৌ-চলাচল স্বাভাবিক রাখা যায়।’

তাজুল ইসলাম বলেন, ঢাকার আশপাশের নদীগুলোকে দূষণমুক্ত রাখতে নদী তীরবর্তী দুই হাজারের বেশি শিল্প কারখানা চিহ্নিত করে বর্জ্য শোধনাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে, ১৪শ শিল্প কারখানায় ইটিপি স্থাপন করা হয়েছে। যেগুলোতে ইটিপি নেই, সেগুলোতে অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে এবং ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।’

সংস্কারের জন্য চিহ্নিত ১৩টি সেতুর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ছয়টি, সড়ক ও সেতু বিভাগের ছয়টি এবং রেলওয়ে মন্ত্রণালয়ের একটি সেতু রয়েছে বলে জানান মন্ত্রী তাজুল ইসলাম।

 

Advertisement
Share.

Leave A Reply