fbpx

নতুন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় ফিরছেন ট্রাম্প!  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই নিজের একটি প্ল্যাটফর্ম তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ফিরে আসবেন বলে জানিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা জেসন মিলার।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি যে আমরা প্রায় দুই বা তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে সোশ্যাল মিডিয়ায় নতুন প্ল্যাটফর্মে ফিরতে দেখবো।’

এই প্ল্যাটফর্মটি সোশ্যাল মিডিয়ায় হটেস্ট টিকিট হবে এবং গেমটিকে পুরোপুরি বদলে দেবে বলেও জানান মিলার।

চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটালে এক সহিংসতার জের ধরে টুইটার এবং ফেসবুক থেকে ট্রাম্পকে সাময়িকভাবে ব্যান করা হয়। পরে টুইটার থেকে তাঁর অ্যাকাউন্টটি সহিংসতা আর উস্কানি ঝুঁকির কারণ দেখিয়ে স্থায়ীভাবে বন্ধ করা হয়।

ডোনাল্ড ট্রাম্প কোন ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করতে ইচ্ছুক এমন প্রশ্নের উত্তরে মিলার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ঠিক কী করবেন, তা জানা এবং দেখার জন্য সবাই অধীর আগ্রহ করছে।’

এরই মধ্যে ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লোগো রিসোর্টে বিভিন্ন দলের সাথে এই বিষয়ে বৈঠক করেছেন এবং অনেক সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি।

তাঁর এই নতুন প্ল্যাটফর্মে কোটি কোটি ফলোয়ার হবে বলেও জানান এই উপদেষ্টা।

Advertisement
Share.

Leave A Reply