fbpx

নতুন বাস কিনলেই সহজ শর্তে ঋণ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে পাইলট রুটের পরিধি বাড়িয়ে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত এক প্রতিষ্ঠানের মাধ্যমে বাস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

১৯ জানুয়ারি দুপুরে ঢাকা দক্ষিণ সিটি প্রধান কার্যালয়ের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশনের ১৫তম সভা শেষে এ সিদ্ধান্ত জানান তাপস। বৈঠকে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

সভায় ডিএসসিসি মেয়র বলেন, ‘আগে ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত পাইলট রুট চালুর সিদ্ধান্ত ছিল। পরে আরো ভালো ফল পেতে পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হচ্ছে।’

বাস রুট ফ্র্যাঞ্চাইজি বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে একশ কোটি টাকার বরাদ্দ নির্ধারণ করা হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান, ‘এই বরাদ্দ থেকে বর্তমানে সড়কে চলা ফিটনেসবিহীন বাস বন্ধ করে উন্নত ও নতুন বাস কেনার জন্য বাস মালিকদের সহজ সুদে ঋণ দেয়া হবে। তার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ হয়েছে। দীর্ঘ মেয়াদে মালিকেরা যাতে এই ঋণ পান সে ব্যাপারে দ্রুত ডিটিসিএ চিঠি লিখবে।’

বৈঠকে তাপস আরও বলেন, ‘এই রুটে সব কোম্পানিগুলোকে এক প্রতিষ্ঠানের আওতায় আনা হবে। তাতে করে বাসগুলি কিভাবে চলবে, কতগুলো বাস চলবে, কতগুলো প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকবে, আয় কিভাবে বন্টন হবে, কিভাবে পরিচালিত হবে, নীতিমালা কেমন হবে, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।’

এই রুটে চলাচলকারী বাসে যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণের দায়িত্বটি বিআরটিসিকে দেওয়া হয়েছে জানিয়েছেন ডিএসসিসি মেয়র। রাত ১২টার পর সড়কে যাতে বিআরটিসির বাস না থাকে এমন নির্দেশনাও দেওয়া হয়েছে।’

ঢাকার আশপাশে আন্তঃজেলা বাস টার্মিনালের বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘উত্তরাঞ্চলের বাসের জন্য সাভারের হেয়ায়েতপুরের একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বাসের জন্য কেরানীগঞ্জের বাঘাইরে একটি এবং কাঁচপুর এলাকায় আরেকটি জায়গা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ, গাবতলী এবং মহাখালী টার্মিনালগুলোকে সিটি টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে।’

সভায় কমিটির ১৬তম সভা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানান ডিএসসিসি মেয়র তাপস।

Advertisement
Share.

Leave A Reply