fbpx

নভেম্বর থেকে যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নভেম্বর মাস থেকে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এই নিয়ম চালু হলে ৪৩ টি ডিভাইসে মেসেজিং এই অ্যাপের নতুন ভার্সনটি চলবে না। বিশেষ করে পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনগুলোতে এই অ্যাপ চলবে না বলে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা স্মার্টফোনগুলোতে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না। এই সকল স্মার্টফোন নির্মাতা কোম্পানিও এই সত্যতা নিশ্চিত করেছে। ফলে এইসব ফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে নতুন করে ঝামেলায় পড়তে হচ্ছে।

চলুন জেনে নেই, যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না

  • স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২
  • এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ সেভেন টু, এফ ফাইভ টু
  • সনি এক্সপিরিয়া
  • হুয়াওয়ে অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু
  • অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এস প্লাস

উল্লেখ্য, দীর্ঘদন ধরে নিরাপত্তা ইস্যু নিয়ে বিতর্কে আছে হোয়াটসঅ্যাপ। ফলে দিন দিন ব্যবহারকারীর সংখ্যাও কমে আসছে। তবে বরাবরই এই টেক জায়ান্ট দাবি করছে, তাদের অ্যাপে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

Advertisement
Share.

Leave A Reply