fbpx

‘নরেন্দ্র মোদী আমন্ত্রিত অতিথি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফর প্রসঙ্গে বলেছেন, নরেন্দ্র মোদী আমন্ত্রিত অতিথি। একাত্তরের মুক্তিযুদ্ধে প্রধান মিত্র দেশ ছিল ভারত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়। জাতীয় বার্তা সংস্থা (বাসস) এ খবর প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, একটি গোষ্ঠী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আমন্ত্রণ বাতিল করা বিষয়ে চক্রান্ত করছে। তাঁর বাংলাদেশ সফরের সাথে পশ্চিমবঙ্গের নির্বাচন বা অন্য কোনো বিষয়ের যোগসূত্র নেই।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে কাউকে উস্কানি না দেয়ার জন্য আহবান জানান।

Advertisement
Share.

Leave A Reply