fbpx

নাইজেরিয়ায় টুইটার বন্ধ ঘোষণা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফ্রিকার দেশ নাইজেরিয়া অনির্দিষ্টকাল পর্যন্ত টুইটার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। দেশটিতে সরকারবিরোধী কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম হিসেবে টুইটার ব্যবহার করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য দেশটিতে টুইটার বন্ধ করে দেওয়া হয়েছে। বিবৃতি দেওয়ার দুই দিন আগে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি টুইট মুছে ফেলে টুইটার। নিয়ম ভাঙার অভিযোগে তাঁর ওই টুইট মুছে ফেলা হয়।

তবে এ ঘোষণার পরও দেশটিতে টুইটার চালু আছে বলে জানা গেছে। সেখানকার তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারি সেগুন আদেইয়েমি এএফপিকে বলেন, প্রযুক্তিগত দিক নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে টুইটারের অপারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে।

Advertisement
Share.

Leave A Reply