fbpx

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪৩ জন নিহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নাইজেরিয়ার সোকোটো রাজ্যে বন্দুকধারীদের দুইদিনব্যাপী হামলার ঘটনায় নিহত হয়েছেন ৪৩ জন। বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলীয় এ রাজ্যের গভর্নর আমিনু ওয়াজিরি টামবুওয়াল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজ্যের গোরোনিও এলাকার একটি সাপ্তাহিক হাটে রোববার হামলা শুরু করে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার গোরোনিও জেনারেল হাসপাতালের মরচুয়ারিতে ৬০টি লাশ ছিল। আহতরা পালিয়ে প্রাণে বেঁচে গেছেন। ক্রেতা ও বিক্রেতায় হাট যখন সরগরম তখনই বন্দুকধারীরা চারদিক থেকে এসে ঘিরে ধরে। হাটে থাকা লোকজনকে লক্ষ্য করে নির্বিচার গুলি চালায় তারা। হাটের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ প্রথমদিকে বাধা সৃষ্টি করলেও বেশিক্ষণ টিকতে পারেনি। কারণ হামলাকারীরা সংখ্যায় অনেক বেশি ছিল।

এ ঘটনার বিষয়ে পুলিশ কিছু জানায়নি। সোকোটোতে নিরাপত্তা আরও জোরদার করতে সৈন্য ও উপকরণ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন গভর্নর টামবুওয়াল।

Advertisement
Share.

Leave A Reply