fbpx

নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুতকৃত নাপা সিরাপের ব্যাচ নম্বর-৩২১১৩১২১ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

নোটিশ জারির মাধ্যমে ওষুধ প্রশাসন অধিদপ্তর শনিবার জানায়, উল্লিখিত ব্যাচের ওষুধ কারো কাছে থাকলে দ্রুত নিকটস্থ কেমিস্ট অফিসকে অবহিত করতে হেবে। পাশাপাশি ওষুধটি বিক্রি থেকে বিরত থাকতে হবে।

ওষুধ অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (চলতি দায়িত্ব) মো. আইয়ুব হোসেন স্বাক্ষরিত নোটিশে পাইকারি ও খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে ওষুধটি দ্রুত ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠাতে বলা হয়েছে।

গত ১০ মার্চ রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়। নাপা সিরাপ খাওয়ার পর দুই সন্তানের মৃত্যু হয় বলে দাবি করেছেন তাদের মা লিমা বেগম। যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

Advertisement
Share.

Leave A Reply