fbpx

নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাজা স্থগিতের শর্ত অমান্য করার অভিযোগে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার, মস্কোর একটি আদালত এই রায় দেয়।

বলা হয়েছে, মামলায় স্থগিত দণ্ড চলাকালে নাভালনির নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেয়ার কথা ছিল। তবে, তিনি তা লঙ্ঘন করেন।

আদালতে বক্তব্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বিষ প্রয়োগকারী’ বলে মন্তব্য করেন নাভালনি। তাঁর চায়ে বিষ মেশানোর জন্য পুতিনের হাত রয়েছে বলে দাবি করেন নাভালনি।

এই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন নাভালনির আইনজীবী।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, স্থগিত ওই দণ্ডই কারাদণ্ডে রূপান্তর করা হয়েছে।

অর্থ আত্মসাতের এই মামলায় সাজা হওয়ার পর এক বছর গৃহবন্দি ছিলেন নাভালনি। রায় অনুযায়ী, ওই এক বছর মোট কারাদণ্ড থেকে বাদ যাবে।

এদিকে, রায় ঘোষণার পরপরই বিক্ষোভের নামেন নাভালনির হাজারো সমর্থকরা। তারা আদালতের বাইরে জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভ থেকে আটক করা হয় প্রায় ১৪শরও বেশি আন্দোলনকারীকে। মানবাধিকার সংস্থাগুলো এই খবর নিশ্চিত করেছে।

গত বছর আগস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় চা পান করে অসুস্থ হয়ে কোমায় চলে যান পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সেই নাভালনি। এরপর জার্মানির বার্লিনে চিকিৎসা নিয়ে এ বছর ১৭ জানুয়ারি দেশে ফেরেন তিনি। তবে বিমান বন্দর থেকেই আটক হন বিরোধী এই নেতা।

Advertisement
Share.

Leave A Reply