fbpx

নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় স্ত্রীর পর এবার স্বামীর মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্ত্রী আলেয়ার পর এবার মারা গেলেন স্বামী হাবিবুর রহমান।

মঙ্গলবার রাত ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবিবুর রহমান (৪০)। এরআগে সোমবার ভোররাতে আইসিইউতেই মারা যান আলেয়া (৪০)।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ‘হাবিবুর রহমানের লাশ মর্গে রাখা হয়েছে। সোমবার মারা যাওয়া আলেয়াসহ এ নিয়ে দগ্ধ চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হল। বাকী আহতরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।‘

গত শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লায় এক ভবনের তিন তলায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে এক শিশুসহ দুটি পরিবারের ১১ জন দগ্ধ হয়। আহত ৭ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। বাকি ৪ জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি সীলগালা করা হয় এবং সাত সদস্যের তদন্ত কমিটিও গঠন করে জেলা প্রশাসন। তিতাস গ্যাস কর্তৃপক্ষও আলাদা তদন্ত কমিটি করে এ ঘটনার কারণ অনুসন্ধান করছে।

Advertisement
Share.

Leave A Reply