fbpx

না ফেরার দেশে ফজলুর রহমান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নির্মাতা ও ভিডিও  এডিটর  ফজলুর রহমান আর নেই। ২৬ নভেম্বর তিনি নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। এই নির্মাতার পরিবার থেকে জানানো হয়, তিনমাস আগে তাঁর ক্যান্সার ধরা পড়েছিল। ধীরে ধীরে ক্যান্সার তাঁর সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তাঁর যে ক্যান্সার হয়েছিলো সেটা তাঁকে জানানো হয়নি। পরিবারের কেউ চায়নি রোগের কথা শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

তাঁর নাটকগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নচূড়া’, ‘দুষ্টু প্রেমের মিষ্টি গল্প’, ‘উল্টো পথে উল্টো রথে’।

ঢাকার বনশ্রীর একটি মসজিদে তাঁর জানাজা সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

অভিনেতা মীর সাব্বির এই নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘‘আমিসহ আরো অনেকেই তার কাছে ঋণী। এই ঋণ কখনো শোধ হবার নয়। ফজলু ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেহেশত নসিব করবেন এই আশা করছি।’

Advertisement
Share.

Leave A Reply